মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২
অ- অ+

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– জুয়েল হাওলাদার (৩৫), তার স্ত্রী তানিয়া বেগম (৩০) ও মেয়ে সোহাগী আক্তার (৮)। তারা বাগেরপাড়ের সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়া থাকেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, তানিয়া বেগম রাতে মশার কয়েল ধরানোর জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে যান। এ সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন তানিয়া ও তার স্বামী জুয়েল এবং মেয়ে সোহাগী।

খবর পেয়ে দগ্ধদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তানিয়াকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

গ্যাসের পাইপ ফেটে (লিক) হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছেন, ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় বিস্ফোরণ বড় আকারে হয়েছে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দুঃসময়ে দলকে পুনর্জাগরণে কাণ্ডারির ভূমিকা পালন করেছে তৃণমূলের নেতাকর্মীরা’
এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী মর্তুজা
১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে ‘বিশেষ বৈঠকে’ প্রধান উপদেষ্টা
এবি ব্যাংকের ইফতার মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা