৫ আগস্ট আসল ডেভিল পালিয়ে গিয়ে দেশকে বাঁচায় দিছে: শামা ওবায়েদ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯
অ- অ+

ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে আসল ডেভিল পালায় গেছে। তিনি তার নিজের বাড়িতে চলে গিয়ে দেশকে বাঁচায় দিছেন। এ জন্য যাদের অবদান রয়েছে, তাদের কথা ও শ্রম মনে রাখতে হবে।’

সোমবার বিকালে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পুরাদিয়া এস এ খান উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দীর্ঘ ১৭টি বছরের বেদনা গ্লানির অবসান ঘটেছে হাসিনার বিদায়ের মধ্য দিয়ে। হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসাত্মক জায়গাগুলোকে সংস্কারের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। যাতে এদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পায়।’

কাইচাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মাতব্বরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত টিটু, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, সহসভাপতি মাহাবুব আলী মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল এম সুমন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল আলম রিজু, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, হাফিজির রহমান, রাজু তালুকদার প্রমুখ।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
ঈদ টার্গেট করে বিপুল জাল নোট তৈরি, ৪০ লাখ ছাড়ার পর পুলিশের হাতে ধরা
সুনামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা