রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ির চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০
অ- অ+

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাঠবোঝাই চাঁদের গাড়ি উল্টে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেওয়ায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত ১২টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া মডেল থানা সূত্রে জানা যায়, সিএনজিটি কাপ্তাইয়ের দিকে এবং চাঁদের গাড়িটি ইসলামপুরে কাঠ বোঝাই করে ইটভাটার দিকে যাচ্ছিল। চাঁদের গাড়িটি উল্টে সিএনজির ওপর পড়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে একজন নিহত ও চারজন আহত হন।

আহতদের মধ্যে তিনজনকে চন্দ্রঘোনা হাসপাতালে এবং দুজনকে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

তবে মৃত ব্যক্তির বাড়ি চন্দ্রঘোনার ছুপি গোট্টা ও আহত এক ব্যক্তির বাড়ি সাতকানিয়া বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক পরিষ্কার ও গাড়ি দুটি উদ্ধারের কাজ করেছেন।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা