রাঙ্গাবালীতে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০
অ- অ+

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক নারী ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের সংরক্ষিত (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) নারী ইউপি সদস্য ফাতেমা বেগমের বাড়িতে হানা দেয় মুখোশধারী একদল ডাকাত।

এ প্রসঙ্গে জানতে চাইলে নারী ইউপি সদস্য ফাতেমা বেগম বলেন, রাত ২টার দিকে ঘরের জানালা ভেঙে ছয় সদস্যের ডাকাতদল ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে তাকে এবং তার স্বামী সুমন প্যাদাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ফাতেমা বেগম দাবি করেন, এসময় নগদ প্রায় দুই লাখ টাকা এবং চার ভরি স্বর্ণালংকার লুট হয়েছে।

মানকি টুপি (মুখোশ) পরহিত ডাকাতদলের এক সদস্যের হাতে একটি পিস্তল, আরেক সদস্যের হাতে একটি চাপাতি ছিল বলে জানান তিনি। ডাকাতি চলাকালে তার স্বামী ও তাকে মারধর করা হয়। স্বামীকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার বের করে দিতে বাধ্য হন তিনি।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, ‘রাত ৪টার দিকে নারী ইউপি সদস্য ফাতেমা ঘটনাটি আমাকে মুঠোফোনে জানান। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার গভীর তদন্ত চলছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।’

(ঢাকা টাইমস/১৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার কার্যালয়সহ বেশকিছু এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত ৬২ হাজার পশু
পূবাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 
এবার সস্ত্রীক কারাগারে সেই মিল্টন সমাদ্দার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা