সম্রাটের সহযোগী যুবলীগ নেতা রাজীব গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য এবং ইসমাইল চৌধুরী সম্রাটের সহযোগী রেজাউল বারী রাজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।
তিনি জানান, চলমান ডেভিল হান্ট অভিযানের মধ্যে গত বৃহস্পতিবার রাতে সবুজবাগ এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য ও দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সহযোগী রেজাউল বারী রাজিবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমানোর চেষ্টার অভিযোগ আছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এলএম/এফএ)

মন্তব্য করুন