শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া

দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে এসে সেই হারের প্রতিশোধ নিলো লঙ্কানরা। ৫০ ওভারের ফরম্যাটে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি অজিরা। সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া তাও ১৬৫ রান করেছিল, আজ সেটা তো পারলই না, ছুঁতে পারল না দেড়শ রানও। একশর কাছাকাছি গুটিয়ে গিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) স্কোর বোর্ডে ২৮১ রান তুলে অস্ট্রেলিয়াকে ১০৭ রানে গুটিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ১৭৪ রানের জয়টি রানের হিসাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয়, আগেরটি ছিল ৮১ রানের। প্রথম ওয়ানডেতে ২১৪ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানে জিতেছিল তারা।
ফলের হিসাবে কলম্বোর ওয়ানডে সিরিজটি শ্রীলঙ্কানদের জন্য টেস্ট সিরিজের প্রতিশোধস্বরূপ। গলে দুই ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াও ২-০ ব্যবধানে জিতেছিল। মিল আছে আরও, অজিরা ওয়ানডেতে যেমন পাত্তা পায়নি, শ্রীলঙ্কা পায়নি টেস্টে। প্রথম ম্যাচটিই ইনিংস ও ২৪২ রানের ব্যবধানে জিতে নেয় স্টিভ স্মিথ বাহিনী। যা তাদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ জয়। দ্বিতীয় টেস্টে তারা জিতে ৯ উইকেটে।
আর সপ্তাহখানেক পরই শুরু হবে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। তার আগে প্রস্তুতিটা ভালো হলো না স্মিথ বাহিনীর। তাদের হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা, যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই।
কলম্বোয় রান তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল দারুণ। ম্যাথু শর্ট প্রথম বলে সিঙ্গেল নেওয়ার পর টানা দুই বলেই বাউন্ডারি মারেন আরেক ওপেনার ট্রাভিস হেড। কিন্তু হেডঝড় সামলে ৩৩ রানেই ৩ উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা। আসিথা ফার্নান্দোই শিকার করেন তিন অজি শর্ট, ম্যাকগার্ক ও হেডকে। বাকিরা দুই অঙ্ক ছুঁতে না পারলেও ১৮ রান করেন হেড।
এরপর প্রতিরোধ গড়েছিলেন স্টিভ স্মিথ ও জস ইংলিস। তাদের ৪৬ রানের জুটির পর দুনিত ভেলালাগের ওভারে ইংলিস ২৭ বলে ২২ রান করে ফিরলে তাসের ঘরের রূপ ধারণ করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। অ্যারন হার্ডি ও গ্লেন ম্যাক্সওয়েলের পর সর্বোচ্চ ২৯ রান করা স্মিথও সাজঘরে ফেরেন। শেষের তিনজনের উইকেটই নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শন অ্যাবোট, বেন ডারসুইস, অ্যাডাম জাম্পা ও তানভীর সাঙ্গা পরে স্কোর বোর্ডে যোগ করতে পেরেছেন ২৪ রান। ভেলালাগে ৩৫ রানে নেন ৪ উইকেট, হাসারাঙ্গা ও আসিথার শিকার ৩টি করে।
এর আগে কুশাল মেন্ডিসের ১০১ রানে ভর করে ৪ উইকেটে ২৮১ রান করে শ্রীলঙ্কা। মেন্ডিসই হন ম্যাচসেরা। সিরিজসেরার পুরস্কার গেছে চারিথ আসালাঙ্কার ঝুলিতে। প্রথম ম্যাচে ১২৭ রান করার পর আজ দ্বিতীয় ম্যাচে ৭৮ রান করেছেন দলপতি।
(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন