সড়ক দুর্ঘটনার শিকার সৌরভ গাঙ্গুলি, প্রাণে বাঁচলেন অল্পের জন্য

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৬
অ- অ+

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বর্ধমানের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দান্তনপুর এলাকায় তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। তবে সৌরভ এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের কেউই কোনো আঘাত পাননি।

একটি লরি হঠাৎ গাঙ্গুলির গাড়ি বহরের সামনে চলে আসায় তার গাড়ির চালক দ্রুত ব্রেক কষতে বাধ্য হন। এর ফলে পেছনের গাড়িগুলোর একের পর এক তার গাড়িতে আঘাত করে। সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ আহত হননি, তবে কনভয়ের দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। গাঙ্গুলিকে প্রায় ১০ মিনিট রাস্তায় অপেক্ষা করতে হয়, এরপর তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেন।

সৌরভের সফরসঙ্গীদের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানিয়েছে, বড়সড় দুর্ঘটনার হাত থেকেই বেঁচে গিয়েছেন সৌরভ। দাঁতনপুর থানার পুলিশের সূত্র অনুসারে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সৌরভের গাড়ির কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

ক্রিকেট প্রশাসনের অভিজ্ঞতা ছাড়াও সৌরভ গাঙ্গুলি বর্তমানে নারীদের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পান। এই পদে তিনি দিল্লি ক্যাপিটালস নারী দলের কার্যক্রমসহ সব ক্রিকেট কার্যক্রম দেখভাল করছেন।

এই অস্বস্তিকর ঘটনার পরও গাঙ্গুলি সম্পূর্ণ স্বাভাবিক থেকে তার কর্মসূচি চালিয়ে যান। তিনি শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এবং তার ক্রিকেট ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন।

(ঢাকাটাইমস/2১ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কারে সমর্থন আছে যুক্তরাষ্ট্রের, নির্বাচন বিষয়েও জানতে চেয়েছে দেশটি: পররাষ্ট্র উপদেষ্টা
এহসান মাহমুদে বিব্রত বিএনপি
নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা