১৫ বছর পর তরঙ্গ বরাদ্দ ফিরে পেল চ্যানেল ওয়ান, সম্প্রচারে বাধা নেই

দীর্ঘ ১৫ বছর পর তরঙ্গ বরাদ্দ ফিরে পেল চ্যানেল ওয়ান। সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিটিআরসি কর্তৃক বেসরকারি চ্যানেলটির তরঙ্গ বাতিলের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।
এই আদেশের ফলে চ্যানেল ওয়ানের সম্প্রচারে ফিরতে আর কোনো বাধা রইল না।
১৫ বছর আগে বন্ধ করে দেওয়া হয় ‘চ্যানেল ওয়ান’। ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার কিছু পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপের ফলে বিটিআরসি কর্তৃপক্ষ চ্যানেলটির তরঙ্গ বন্ধ করে দেয়।
অভিযোগ রয়েছে, চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিশিষ্ট ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন আল মামুন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হওয়াতে রাজনৈতিক প্রতিহিংসাবশত শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে গণমাধ্যমটির সম্প্রচার বন্ধ করে দিতে।
পরে হাইকোর্ট বিভাগে মামলা করেন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। কিন্তু সরাসরি তৎকালীন সরকারের নির্দেশে মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়।
চ্যানেল ওয়ানের লিগ্যাল উইংয়ের প্রধান মিজান-উল হক বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আবারও মামলা নিয়ে আদালতে গেলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিটিআরসি কর্তৃক চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি বরাদ্দ বাতিলের আদেশের ওপর স্থগিতাদেশ দেন এবং পূর্ণাঙ্গ আপিল দায়েরের অনুমতি দেন।’
চ্যানেল ওয়ানের আইনজীবী আপিল বিভাগকে জানান, ‘হাইকোর্টের আদেশের বিষয়ে আপিল করতে চাইলে তৎকালীন সরকার চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আইনজীবী নিয়োগের কাগজপত্রে স্বাক্ষর করতে দেয়নি। এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করা হলে তা অন্যায়ভাবে বাতিল করে দেওয়া হয়। তাই বিষয়টি নিয়ে এতদিন আপিল বিভাগে আসতে পারেনি চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। অন্যায়ভাবে বন্ধ করে রাখার জন্যই এমন বেআইনি কূটকৌশল করেছিল তৎকালীন সরকার।’
আদালতের এমন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু মো. গিয়াস উদ্দিন আল মামুন। তিনি বলেন, ‘অন্যায়ভাবে চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ আদালত ন্যায়বিচার করেছেন।’
আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস, ব্যারিস্টার কাজী আখতার হোসাইন, পলাশ চন্দ্র রায়, মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং ব্যারিস্টার মারুফ ইব্রাহিম (আকাশ)।
আদালতের আদেশ সম্পর্কে আইনজীবী মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ‘আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। এতে আদালতের প্রতি মানুষের আস্থা ফিরে আসছে।’
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন