বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার শঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৩
অ- অ+

ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ হয়েছে বাংলাদেশের। বাংলাদেশ মতো একই দশা আয়োজক দেশ পাকিস্তানের। তারাও হেরেছে ভারত ও নিউজিল্যান্ডের কাছে। যার ফলে বাংলাদেশের মতো তারাও ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্যত নিয়মরক্ষার ম্যাচে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুই দল মুখোমুখি হবে। ব্যর্থতার টুর্নামেন্টের শেষটা জয় দিয়ে রাঙাতে চাইবে দুই দলই। রাওয়ালপিন্ডিতে ওই দিন বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি হওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। বিরূপ আবহাওয়ার কারণে কোনো বল মাঠে গড়ায়নি। একই মাঠে খেলবে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেলেও শেষটা অন্তত জয়ে রাঙাতে চাইবে দুই দলই। তবে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আবহাওয়া আপডেট সমর্থকদের হতাশ করতে পারে।

ওয়েদার রিপোর্ট বলছে, এদিন রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের বেশি।বৃহস্পতিবার দুপুর থেকেই বৃষ্টির জোর শঙ্কা রয়েছে। ম্যাচ শুরুর সময় অর্থাৎ বিকেল তিনটার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেল ৫টার দিকে বৃষ্টি আরও বাড়তে পারে। সেক্ষেত্রে ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ালেও ওভার কমতে পারে।

(ঢাকাটাইমস/২৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ক্যানসার প্রতিরোধে কাজ করে ভেষজ ঔষধি মৌরি, শুক্রাণুর সংখ্যাও বাড়ায়
গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়া
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা