নিজের তৈরি বিমানে উড়লেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৫, ১৯:১৮
অ- অ+

নিজের তৈরি বিমান চালিয়ে আকাশে উড়ে সবাইকে চমকে দিয়েছেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। তার এই সাফল্য দেখতে ভিড় করছেন লোকজন।

জুলহাস মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায়। তবে নদীভাঙনের কারণে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকায় বসবাস করছে।

২৮ বছর বয়সী এই তরুণের তৈরি বিমানটি কয়েক দিন আগে যমুনার চরে ১৫ থেকে ২০ ফুট ওপরে উঠতে সক্ষম হয়। অবশেষে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে বিমানটি নিয়ে আকাশে ওড়েন জুলহাস।

এসএসসি পাস জুলহাস মোল্লা ঢাকায় ইলেক্ট্রিশিয়ানের কাজ করেন। তার শখ ছিল আরসি প্লেনবানাবেন। তিনি বলেন,চার বছর ধরে এই বিমান তৈরির চেষ্টা করছি, বারবার ব্যর্থ হয়েছি। অবশেষে নিখুঁতভাবে উড্ডয়নের মাধ্যমে আমি বিমান উড়াতে সফল হয়েছি।’

বিমান বানাতে অ্যালমনিয়াম, এসএস পাইপ লোহার মিশ্রণ, যেখানে যা লাগে ব্যবহার করেছেন জুলহাস মোল্লা। ইঞ্জিন হিসেবে ১৩ হাজার টাকার সাতঘোড়া ইঞ্জিন ব্যবহার করেছেন বিমানে।

চেষ্টা করলে তার বিমানকে মেঘের উপরে ঘুরিয়ে আনা সম্ভব বলে জানান জুলহাস। তবে এটি এখন ট্রেইনার বিমান বলে তা ঝুঁকিপূর্ণ। জুলহাস বলেন, ‘তাই আমি ৫০ ফুট উচ্চতার উপরে উঠাইনি। আমি আশা করি, এই বিমানকে সরকারি পর্যায়ে বাণিজ্যিকভাবে সফল করতে সরকার থেকে আমাকে সহায়তা দেবে। এবং বিমানটি উন্নয়নে ও উড্ডয়নে কোনো ধরনের বাধা যেন না দেয় সরকার।

ছোটবেলা থেকেই বিভিন্ন প্লাস্টিকের জিনিস কেটে কিছু না কিছু বানানোর চেষ্টা করতেন জুলহাস। তার বাবা জলিল মোল্লা বলেন, ‘জিজ্ঞেস করলে সে বলত, একদিন দেখবে কী বানিয়েছি। আজ সে করে দেখিয়েছে।

জুলহাসের বিমান উড়ানো উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক . মানোয়ার হোসেন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা

জেলা প্রশাসক . মানোয়ার হোসেন মোল্লা বলেন, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তা দিয়ে তাকে উৎসাহিত করা হয়েছে।

জুলহাস মোল্লার এই উদ্ভাবন স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। যথাযথ সহায়তা পেলে ভবিষ্যতে তিনি আরও বড় কিছু করতে পারেন বলে মনে করছেন এলাকাবাসী।

যমুনার চরে বিমান উড্ডয়ন দেখতে আসা দর্শনার্থীরা জানান, একজন অদক্ষ লোক হয়েও বিমান তৈরি করে জুলহাস ইতিহাস রচনা করেছে। মানিকগঞ্জের গর্ব জুলহাস। সরকারের উচিত তাকে সঠিক মূল্যায়ন করা।

(ঢাকাটাইমস/৪মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
ট্রেন মিস করলেন তাবিথ আউয়াল?
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে বিএনপির শোকজ
আগারগাঁওয়ে অপহৃত চার কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিল সেনাবাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা