জবিতে ১০ মার্চ শুরু হচ্ছে অনলাইন ক্লাস, চলবে পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রমজান মাসে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে ১০ মার্চ থেকে অনলাইন ক্লাস শুরু হবে। একই সঙ্গে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রমজান মাসে শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং শিক্ষা কার্যক্রম সচল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য যথাসময়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, “নিয়মিত বাস পরিষেবাও চালু থাকবে যেন শিক্ষার্থীরা সহজে ক্যাম্পাসে আসতে পারে। শিগগিরই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”
(ঢাকাটাইমস/০৫মার্চ/এফএ)

মন্তব্য করুন