ম্যাচ হারের পর জরিমানাও গুনলেন এনামুল হক বিজয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৫, ১৪:৪৬
অ- অ+

ডিপিএলে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। যেখানে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানের পরাজয় বরণ করতে হয় এনামুল হক বিজয়ের দলকে।

তবে সেই শোক কাটিয়ে ওঠার আগেই দুঃসংবাদ শুনলেন বিজয়। ম্যাচে অপেশাদারি আচরণের জন্য শাস্তি পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তার।

বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে খেলতে নেমে শরিফুল ইসলামের প্রথম বলেই আউট হয়ে যান বিজয়। বলটি ব্যাটে লাগেনি বরং তা এনামুলের থাইয়ে স্পর্শ করেছিল বলে ইঙ্গিত করেন। তবে আম্পায়ার আউট দেয়ায় ক্ষেপে যান বিজয়।

মাঠ থেকে বের হওয়ার আগে আম্পায়ারের দিকে ব্যাট উঁচিয়ে ধরেন বিজয়। তার এমন অঙ্গভঙ্গির কারণে ম্যাচ শেষে তাকে জরিমানা করেছে ম্যাচ রেফারি এহসানুল হক। ১০ শতাংশ জরিমানার শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়েনি।

এদিকে এবারের ডিপিএলে শাস্তি পাওয়া প্রথম ব্যক্তি বিজয়ই নন, তার আগে শাস্তি পেয়েছেন প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের, অধিনায়ক ইরফান শুক্কুর ও দলটির ম্যানেজার দেব চৌধুরী।

সোমবার (৩ মার্চ) রূপগঞ্জ টাইগার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এক ঘটনায় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সঙ্গে অধিনায়ক শুক্কুরের নামের পাশে যোগ হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট। এর আগের এক ডিমেরিটসহ মোট ৪ পয়েন্ট হওয়ায় পরের ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে শুক্কুরকে।

(ঢাকাটাইমস/০৫ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা