মূল বিশ্বকাপের দ্বিগুন প্রাইজমানি ক্লাব বিশ্বকাপে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ১৮:৫৩
অ- অ+

চলতি বছরের ১৪ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ক্লাব ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের। আর ১৩ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

বড় পরিসরে অনুষ্ঠিত এবারের ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি হবে ১০০ কোটি ডলার। যা সবশেষ কাতার বিশ্বকাপের প্রাইজমানির দ্বিগুনেরও বেশি। সেবার ৪৪ কোটি ডলার প্রাইজমানি দিয়েছিল ফিফা।

প্রথমবারের মতো আয়োজিত ৩২ দলের এই টুর্নামেন্ট থেকে ২ বিলিয়ন মার্কিন ডলার আয় করার লক্ষ্যমাত্রা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। তবে এখান থেকে কোনো মুনাফা করবে না ফিফা। এমন ঘোষণা দিয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

প্রথমবারের মতো বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। ৩২ দলের মাসব্যাপি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। সামনের বছরের ফিফা বিশ্বকাপ সামনে রেখে কতটা প্রস্তুত মার্কিনিরা তার একটা নিরীক্ষাও ক্লাব বিশ্বকাপ দিয়ে করে নিচ্ছে ফিফা।

তবে নিরীক্ষার হোক কিংবা উদ্দেশ্য থাকুক ভিন্ন কিছু! ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি চোখ কপালে তুলবে সবার। এই টুর্নামেন্টে পুরস্কার হিসেবে ১ বিলিয়ন ডলার ব্যায় করবে ফিফা। আর আয়ের লক্ষ্যমাত্রা ২ বিলিয়ন ডলার। তবে এখান থেকে ১ ডলারও মুনাফা করার লক্ষ্য নেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘সবার প্রথমে বলতে চাই ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে আমাদের ১ ডলারও মুনাফা করার কোনো পরিকল্পনা নেই। যা আয় হবে তার পুরোটাই খরচ করা হবে। প্রাইজমানি হিসেবে আমরা ব্যয় করবো ১ বিলিয়ন ডলার। যা রেশিও অনুযায়ী ভাগ হবে ৩২ দলের মাঝে। পুরো আসরে আমাদের ২ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য।

৩২ দলের ক্লাব বিশ্বকাপে যারা জায়গা করেছেন তাদের সবাই পাবে প্রাইজমানির অংশ। যারা সুযোগ পায়নি তাদেরও বঞ্চিত করছে না ফিফা। সলিডিরিটির অংশ হিসেবে বিশ্বের সব ক্লাবের মাঝে বিতরণ করা হবে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার। সামগ্রিকভাবে সব ক্লাবের উন্নয়নের জন্যই এই বরাদ্দ বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ইনফান্তিনো বলেন, ‘আমরা চাই শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের ক্লাব ফুটবলের উন্নয়ন। এ জন্য চমৎকার কিছু পরিকল্পনা রয়েছে ফিফার। তাছাড়া ক্লাবগুলোও যাতে আগ্রহী হয় তার ব্যবস্থাও আমরা করছি। এই ক্লাব বিশ্বকাপের আয় থেকে ২৫০ মিলিয়ন ডলার আমরা বিতরণ করব পুরো বিশ্বের ক্লাবের মাঝে।

আগামী ১৪ জুন শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। মাসব্যাপি এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৩ জুলাই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, ফ্লোরিডা, ওয়াশিংটনসহ মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ।

এর আগে আধুনিক ডিজাইন, নান্দনিকতা, এবং বৈশ্বিক ঐক্য এই তিন বিষয়কে উপজীব্য করে তৈরি করা হয়েছে দৃষ্টি নন্দন ট্রফিটি। এটি প্রস্তুত করেছে বিশ্বখ্যাত জুয়েলারি ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোং, যা বিশ্বমানের কারুকার্যের জন্য পরিচিত।

সোনায় মোড়ানো পৃথিবীর আকৃতির ট্রফিটিতে ফিফার ২১১ সহযোগী দেশের নাম খোদাই করা আছে, যা বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের ঐক্যের প্রতীক। ব্যবহার করা হয়েছে বিশ্বের ১৩টি ভাষা। এর ফলে ট্রফিটির সর্বজনীনতাকে ফুটিয়ে তুলেছে। আগামী ৫ ডিসেম্বর যুত্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ড্র।

এক নজরে দেখে নিন ক্লাব বিশ্বকাপের ৩২টি দলের নাম

স্বাগতিক

ইন্টার মায়ামি।

উয়েফা থেকে ১২টি দল

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, চেলসি, প্যারিস সেন্ট জার্মেইন, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, বরুসিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, অ্যাথলেটিকো মাদ্রিদ, রেড বুল সালসবার্গ।

এএফসি ও সিএএফ থেকে ৮টি দল

আল হিলাল, উরওয়া রেড ডায়মন্ডস, আল আইন, উলসান হুন্দাই, আল আহলি, উইদাদ এসি, তিউনিস ও মামেলোডি সানডাউনস।

কনমেবল ও ওএফসি থেকে ৭টি দল

ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, রিভার প্লেট, পালমেইরাস, বোকা জুনিয়র্স, অকল্যান্ড সিটি ও বোটাফোগো।

কনকাকাফ থেকে ৪টি দল

লিওন, পাচুকা, মারিও মোন্তোররেই ও সিয়াটল সাউন্ডার্স।

(ঢাকাটাইমস/০৭ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ হলো আওয়ামী লীগ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা