সংঘর্ষে মসজিদে আশ্রয় নেওয়া দুই ভাইকে কুপিয়ে হত্যা, বাড়িতে আগুন

মাদারিীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৫, ১৫:৪০| আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৫:৫৮
অ- অ+

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষের সময় মসজিদে আশ্রয় নেওয়া দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় গুরুতর আহত হয়েছেন অপর দুই ভাই। নিহত দুই ভাই হলেন সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫)। আহতরা হলেন ভাই অলিল সরদার ও স্থানীয় পলাশ (১৮)।

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ দুজনকে আটক করেছে।

নিহতরা ওই এলাকার আজিবর সরদারের ছেলে। আহত দুই ছেলেকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোয়াজপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুলের দ্বন্দ্ব চলছিল। এর জেরে আজ সকাল ১০টার দিকে শাহজাহানের লোকজন আতাউরের বাড়িতে হামলা করে। এতে আতাউরের লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের একপর্যায়ে সাইফুল ও তার ভাই আতাউর মসজিদে আশ্রয় নেন। সেখানে তাদের কুপিয়ে হত্যা করে হামলাকারীরা।

এ ছাড়া সাইফুলের আরেক ভাই অলিল ও স্থানীয় পলাশসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ মানুষ আতাউর ও তার আত্মীয়দের ৭-৮টি ঘরে আগুন দেয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা