হাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য পিএইচডি ফেলোশিপ

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ১৮:২০
অ- অ+

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য মাসিক ৪০ হাজার টাকা ভাতায় পিএইচডি ফেলোশিপ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) পোস্ট গ্রাজুয়েট ডিন অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করে বলা হয়েছে, যোগ্য প্রার্থীদের জন্য মর্যাদাপূর্ণ এ পিএইচডি ফেলোশিপ উচ্চশিক্ষার উৎকর্ষতা বৃদ্ধি ও বহুমুখী গবেষণাকে উৎসাহিত করার জন্য প্রদান করা হচ্ছে। ফলে দেশি—বিদেশি গবেষকদের গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিজ্ঞানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

আগ্রহী প্রার্থীদের হাবিপ্রবি ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত সনদপত্র, নম্বরপত্র ও গবেষণা প্রস্তাবনা) সংযুক্ত করে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অফিসে জমা প্রদান করতে হবে। পাশাপাশি সফট কপি ডিন অফিসের ইমেইলে পাঠাতে হবে।

পিএইচডি ফেলোশিপের জন্য নির্বাচিত প্রার্থীদের মাসে ৪০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে, যা গবেষণার মান ও বিষয়ের ওপর নির্ভর করে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত পাওয়া যাবে। সফলভাবে পিএইচডি ডিফেন্স সম্পন্ন করার পর ৩০ হাজার টাকা বোনাস প্রদান করা হবে। স্কোপাস ইনডেক্সড (এসসিআই) জার্নালে গবেষণা প্রকাশ করলে অতিরিক্ত ২০ হাজার টাকা প্রণোদনা প্রদান করা হবে।

ফেলোশিপের জন্য আবেদনের যোগ্যতা হিসেবে আবেদনকারীর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৩.৫ এর উপরে থাকতে হবে। এ ফেলোশিপ নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে প্রদান করা হবে; যারা গবেষণা অসম্পূর্ণ রেখে মাঝপথে বন্ধ করে দেবেন বা ৫ বছরের মধ্যে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হবেন না, তাদের সম্পূর্ণ ফেলোশিপের অর্থ ফেরত দিতে হবে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত ফেলোশিপের জন্য আবেদন করা যাবে।

(ঢাকা টাইমস/১৫মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা