নোবিপ্রবিসাসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, ১৩:১৯| আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৩:২৭
অ- অ+

নোবিপ্রবি সাংবাদিক সমিতি কর্তৃক মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ এবং নোবিপ্রবির উৎকর্ষ সাধনে ক্যাম্পাস সাংবাদিকতার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নোবিপ্রবিসাসের সভাপতি ইমাম হোসাইনের সভাপতিত্বে ও সহসভাপতি ফাহাদ হোসেনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য ও নোবিপ্রবিসাসের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবিসাসের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান এবং নোবিপ্রবি রিচার্স সেলের পরিচালক অধ্যাপক ড. শফিকুর রহমান।

প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন দায়িত্ব নেওয়ার পর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। কোনো ছাত্র বা কর্মকর্তা যদি দোষী সাব্যস্ত হন তাহলে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিব। এছাড়াও মাদককে ঠেকাতে আমাদের প্রক্টরিয়াল বডি ও আনসার বাহিনী সিভিল ড্রেসে বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। যাতে কোনোভাবেই মাদক ছড়াতে না পারে। মাদক শুধুমাত্র একটি ব্যক্তিকে নয় বরং একটি পরিবারকে ধ্বংস করে দেয়। পবিত্র মাহে রমজানে আমরা আমাদের সন্তান ও আত্মীয়স্বজন যাতে মাদক থেকে দূরে থাকতে পারে আমরা সেই চেষ্টা করব। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও অন্যান্য ক্লাব যদি আরও বেশি অগ্রগামী হয় তাহলে মাদককে আমরা তারুণ্যের শক্তির মাধ্যমে প্রতিবাদ করতে পারব।’

(ঢাকা টাইমস/১৬মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইন্ডফুলনেস থেরাপি দূরে করে হাজারো রোগ
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা
চলতি বছরে ডিএনসিসি এলাকায় পাঁচ লাখ গাছ লাগানো হবে, জানালেন প্রশাসক
গরমে পানিশূন্যতা দূর করে আখের রস, কিডনি সুস্থ রাখে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা