পর্তুগালের প্রবাসী নারী উদ্যোক্তাদের ঈদ মেলা  

লিসবন (পর্তুগাল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৫, ১৪:৪৮| আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৫:৫০
অ- অ+

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী নারী উদ্যোক্তাদের ঈদ মেলা। শনিবার স্থানীয় সময় বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত লিসবনের রোমাস্থ লিটন তার্কিশ গ্রীল রেস্টুরেন্টের হল রুমে চলে এই ঈদ মেলা।

ঈদ মেলায় লিসবনে বসবাসরত প্রবাসী নারী উদ্যোক্তাদের প্রায় ৩০টি স্টল বসে। ঈদকে সামনে রেখে ঈদের দেশীয় পোশাক, ন্যাচারাল ডাইয়ের শাড়ি, ছোটদের পোশাক, টিপ, দেশীয় খাবার সামগ্রী, বিভিন্ন ধরনের হাতের তৈরি আচার, মেয়েদের দেশীয় এবং লোকজ গয়নাসহ ঈদের প্রস্তুতি হিসেবে মেয়েদের মেকআপ, সাজসজ্জা ও মেহেদীর ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।

উক্ত মেলার আয়োজক প্রবাসী নারী উদ্যোক্তা মাহমুদা চৌধুরী বলেন, প্রথমবারের মতো পর্তুগালে আমরা এই মেলার আয়োজন করেছি। এতে লিসবনের সকল শ্রেণির প্রবাসীদের এতো সাড়া পাবো ভাবিনি। সত্যি খুবই ভালো লাগছে এতো উপস্থিতি এবং নারী উদ্যোক্তাদের বেচাকেনা দেখে। আমাদের প্রতিটি স্টলেই ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।

সদ্য পর্তুগালে আসা প্রবাসী নারী সনিয়া আক্তার সোয়া বলেন, প্রবাসের মাঠিতে এমন মেলা আমাদের জন্যে সত্যিই খুব আনন্দের। আজ এই মেলায় এসে খুবই ভালো লাগছে ঈদের আগ মুহূর্তে দেশীয় ঈদের বাজারের মতো একটি আমেজ অনুভব করছি।

(ঢাকা টাইমস/১৬মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিন্ধু নদীতে আমাদের পানি অথবা তোমাদের রক্ত প্রবাহিত হবে, ভারতকে বিলাওয়াল
মাইন্ডফুলনেস থেরাপি দূরে করে হাজারো রোগ
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা
চলতি বছরে ডিএনসিসি এলাকায় পাঁচ লাখ গাছ লাগানো হবে, জানালেন প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা