বাংলাদেশ দলে ৮ নম্বর জার্সি পরে খেলবেন হামজা চৌধুরী

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইসম
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৫, ১৯:৪৪
অ- অ+

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটলো। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা দেওয়ান চৌধুরী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। লাল-সবুজের জার্সিতে খেলতে আজই বাংলাদেশে এসে পৌঁছেছেন ইংল্যান্ড বংশোদ্ভূত এই তারকা ফুটবলার।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার কথা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারের।

যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা হামজা ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছিলেন। বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডে। সেখানে এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেন ২৪ নম্বর জার্সি পরে। এর আগে লেস্টার সিটির হয়ে খেলেন ১৭ নম্বর জার্সিতে। তবে বাফুফে সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলে ৮ নম্বর জার্সি পরে খেলবেন হামজা।

এর আগে আজ সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। এরপর বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। পরে ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হামজা বলেন, ‘দারুণ লাগছে। আমার হৃদয় পূর্ণ। লম্বা সময় পর ফিরেছি।’

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের দলে আছেন হামজা। মূলত এই ম্যাচ খেলতেই বাংলাদেশে এসেছেন তিনি। এই ম্যাচকে তিনি ডার্বি আখ্যায়িত করে বলেন,‘ইন আল্লাহ আমরা ডার্বি জেতার আশা রাখি এবং জিতে আমরা উন্নতি করতে চাই।’

হামজা ইংল্যান্ডে জন্ম ও বেড়ে উঠে হলেও তার বাবা-মা বাংলাদেশি। ইংল্যান্ডেও বাঙালি আবহে বেড়ে উঠেছেন। সিলেটি অঞ্চলের কথা বলতে পারেন। বাংলাদেশের হয়ে খেলতে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারের কাছে বাংলায় প্রত্যাশা জানতে চাওয়ার প্রশ্নটি ইংরেজিতে করা হলে তিনি প্রথমে বুঝেননি,‘আমি বুঝছি না , বুঝছি না’।

এরপর পুরোপুরি বাংলায় প্রশ্ন হওয়ার পর হামজা সিলেটি ভাষায় বেশ সুন্দরভাবে বলেন,‘ইন শা আল্লাহ আমরা উইন করমু। আমরার বিগ ড্রেম আছে, আমি কোচ হ্যাভিয়েরের সঙ্গে মাতসি (কথা বলেছি)। ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারমু।’

বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তের আগে হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৭ ম্যাচ খেলেছেন। লেস্টার সিটির যুব দলে তার বেড়ে উঠা। সিনিয়র ক্যারিয়ার এখানেই শুরু করেছেন, লেস্টারের সঙ্গে এখনও চুক্তিও আছে। যদিও মাঝে ধারে বার্টন অ্যালবিয়ন ও ওয়াটফোর্ডে খেলেছেন তিনি। এখন খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।

(ঢাকাটাইমস/১৭ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের ঢাকা-খুলনা-গোপালগঞ্জের জমি-বাড়ি ক্রোক
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা