সৌদি থেকে দলের সঙ্গে ঢাকায় না এসে ইতালি ফিরে গেলেন ফাহমিদুল 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৫, ১২:৪৭
অ- অ+

বাংলাদেশে ক্রিকেট নিয়ে বেশি আলোচনা থাকলেও ফুটবল নিয়ে আলোচনা একটু কমই হয়। তবে এবার সেসব কিছুকে পেছনে ফেলে বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে দেশের ফুটবল। আর তার কারণ হামজা চৌধুরী।

বর্তমানে পুরো বাংলাদেশ মেতেছে হামজা চৌধুরী উন্মাদনায়। বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার। হামজা উন্মাদনায় কিছুটা আড়ালে থেকে গেছে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল হক।

সৌদি আরবের তায়েফে জাতীয় দলের সঙ্গে সপ্তাহ খানেক ক্যাম্প করেছেন ফাহমিদুল। তাকে নিয়েও ছিল বেশ প্রত্যাশা। সৌদিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন ইতালি প্রবাসী এই ফুটবলার।

মঙ্গলবার (১৮ মার্চ) সৌদি আরবের তায়েফ থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে দেশে ফিরেননি ফাহমিদুল। সৌদি থেকেই ইতালিতে ফিরে গেছেন তিনি। সেখানে ওলবিয়া ক্যালসিও ক্লাবের খেলোয়াড় তিনি।

জাতীয় দলের ম্যানেজার আমের খান ফাহমিদুল সম্পর্কে বলেন, ‘কোচের সঙ্গে আলোচনা করেই সে তায়েফ থেকে ইতালি গেছে। জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড হবে ২৩ জনের। কোচ সব কিছু বিচার-বিবেচনা করেই ফাইনাল স্কোয়াড ঠিক করবেন।’

বৃহস্পতিবার ২০ মার্চ সকালে বাংলাদেশ দল ভারতের শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে। ফাহমিদুল ইতালি চলে যাওয়ায় প্রাথমিক স্কোয়াড এখন ৩০ থেকে ২৯ এ দাঁড়িয়েছে। তবে এই ২৯ জন থেকে ২৩ জনকে বেছে নেয়াও কিছুটা কঠিন হবে কোচ ক্যাবরেরার জন্য।

পাপন সিং, সুশান্ত ত্রিপুরা সৌদিতে ইনজুরিতে পড়েছেন। তাদের বাদ পড়া নিশ্চিত। দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু ও তারিক কাজীও ফুল ফিট নন। তাই কোচ হ্যাভিয়েরকে ২৩ জন চুড়ান্ত করতে গলদঘর্ম হতে হচ্ছে।

(ঢাকাটাইমস/১৮ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুবাইয়ে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের জমকালো আয়োজন
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি বাংলাদেশ ব্যাংকের
বদিসহ সেন্টমার্টিনের ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা