কিডনি জটিলতায় জবি শিক্ষার্থীর মৃত্যু  

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৫, ১৬:২৯
অ- অ+

কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের মেধাবী শিক্ষার্থী নাইমুর রহমান সীমান্ত।

মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার সহপাঠীরা জানান, দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। কিছুদিন আগে পেটে তীব্র ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে তার একটি সার্জারি করার কথা ছিল, তবে তার আগেই তিনি মারা যান।

সীমান্তের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুমাইয়া ফারাহ খান বলেন, ‘সে খুবই মেধাবী ছাত্র ছিল। আমরা যতটুকু জানি, তার বাবা কিছুদিন আগে মারা গেছেন। মা ও বোন ঢাকায় থাকেন। বিভাগের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সীমান্তের দাফন কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।’

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. সাবিনা শরমীন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও তার শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকা টাইমস/১৮মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা