নিউমার্কেট এলাকায় চুরি-ডাকাতির আসামিসহ গ্রেপ্তার ৪

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে চুরি-ডাকাতির আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নিউমার্কেট থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. খোরশেদ আলম ফালান (২৫), মো. ইমন (২৫), মো. সাইফুল ইসলাম (২৭) ও মো. মাহবুবুল আলম ওরফে মাহাবুব (৪০)।
বুধবার সকালে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন আতিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পৃথক চার অভিযানে নিউমার্কেট এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফালান ও ইমন নিউমার্কেট থানার ডাকাতির প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামি। এছাড়া সাইফুল নিউমার্কেট থানার চুরি মামলার আসামি। আর মাহাবুব কিশোরগঞ্জের মিঠামইন থানার সিআর মামলার আসামি।’
ওসি জানান, ‘মিঠামইন থানার ওসির অধিযাচনপত্রের ভিত্তিতে গতরাতে গাউছুল আজম সুপার মার্কেটের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। স্ব-স্ব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’
(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএম/এজে)

মন্তব্য করুন