৭৫ দিনে কোরআনের হাফেজ হলো সরাইলের আদনান

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১৪:২১
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হলো আদনান নামে এক মাদরাসা শিক্ষার্থী। সরাইল সদরের বিকাল বাজার আবরারিয়া মডেল মাদরাসা থেকে আদনান এই অল্প সময়ে হেফজ সম্পন্ন করে রেকর্ড সৃষ্টি করেছে।

আবরারিয়া মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম জানান, মাত্র ৬ বছর বয়সের আদনান ৭৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার বিষয়টি বিরল।

তিনি আরও বলেন, উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের মোহাম্মদ ওবাইদুল্লাহর ছেলে আদনান ২০২৩ সালে এই মাদরাসায় ভর্তি হয়ে প্রায় ১৪ থেকে ১৫ মাস নূরানি পড়েছে এবং কায়দা সিপারা শেষ করে কোরআন শরীফ নাজেরা পড়েছে। তাকে কোরআন শরীফ মুখস্ত দেওয়ার পর মাত্র ৭৫ দিনে কোরআন শরীফ মুখস্ত করেছে। হাফেজ আদনানের অসাধারণ প্রতিভায় আমরা বিস্মিত।

(ঢাকা টাইমস/২১মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭০ কোটি টাকা তছরুপ: ইউনাইটেড গ্রুপের সিইও শেখ ফারুক হোসেন অপসারিত
ডাইনি সন্দেহে ভারতে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা
শহীদদের মর্যাদা দিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে: দুদু
অলিখিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা