এবার জাতীয় পর্যায়ে সব সম্প্রদায়ের অংশগ্রহণে পহেলা বৈশাখ উদযাপন করা হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১৪:৩৬
অ- অ+

এবার পহেলা বৈশাখ জাতীয় পর্যায়ে উদযাপিত হবে, যাতে চাকমা, মারমা, ত্রিপুরা, মণিপুরী এবং গারোসহ দেশের সব জাতিগত সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সরকার নববর্ষের আরও অন্তর্ভুক্তিমূলক উদযাপনকে উৎসাহিত করার লক্ষ্যে একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

নববর্ষ উদযাপনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ যাতে বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি প্রতিফলিত হয়,

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতে বাংলা নববর্ষের জন্য সরকারি ছুটি শুধুমাত্র বাঙালি সম্প্রদায়ের জন্য মঞ্জুর করা হত। তবে এই নতুন পদক্ষেপ এখন জাতিগত পটভূমি নির্বিশেষে সব নাগরিককে অন্তর্ভুক্ত করবে।

এই উদ্যোগের মাধ্যমে সরকার দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহ্য প্রদর্শনের লক্ষ্য রাখে, বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরে উদযাপনকে সমৃদ্ধ করে।

বিবৃতিতে জানানো হয়েছে, এবার প্রথমবারের মতো ঈদুল ফিতর উপলক্ষে মন্ত্রণালয় একটি ভিন্ন উদ্যোগ নিয়েছে তা হল ঈদের চাঁদ রাত উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে দেশের বহুমুখী সংস্কৃতির প্রতিফলন ঘটবে এবং সকল সম্প্রদায়ের সংস্কৃতিকে সমান গুরুত্ব দেওয়া হবে।

(ঢাকাটাইমস/২১মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুবাইয়ে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের জমকালো আয়োজন
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি বাংলাদেশ ব্যাংকের
বদিসহ সেন্টমার্টিনের ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা