রাত আটটায় জরুরি সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক পার্টির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১৭:২৭| আপডেট : ২১ মার্চ ২০২৫, ২০:২২
অ- অ+

দেশের চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার রাত আটটায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিন বিকাল সোয়া পাঁচটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির সংবাদমাধ্যমে এ তথ্য জানান। প্রথমে সন্ধ্যা সাতটায় সংবাদ সম্মেলন ঢাকা হলেও পরে তা পিছিয়ে রাত আটটায় নেওয়া হয়।

সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এ সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। আজ (২১ মার্চ) সন্ধ্যা সাতটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তবে পরে এক খুদে বার্তায় সংবাদ সম্মেলনের সময় পরিবর্তনের কথা জানানো হয়। তাতে বলা হয় রোজার কারণে সন্ধ্যা সাতটার পরিবর্তে রাত আটটায় অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন।

(ঢাকাটাইমস/২১মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুগোপযোগী ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন করলো হাইওয়ে পুলিশ
‘হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই’
ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ
আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা