তারেক রহমানের নেতৃত্বে সকল চক্রান্তের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা প্রস্তুত: নীরব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ২২:৫৫
অ- অ+

যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল চক্রান্তের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা প্রস্তুত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে পুনরায় ফ্যাসিবাদীরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে।

শুক্রবার তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৫ নং ইউনিট সমিতি বাজার ২৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে না। সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কারের জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না। সাত মাসেও সংস্কার কেন আলোর মুখ দেখে নাই তা অন্তর্বর্তী সরকার ও তাদের নিয়ন্ত্রণকারীদের বলতে হবে।

বিএনপির এই নেতা বলে, সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন আপন গতিতে চলা উচিত। একটির জন্য আরেকটিকে থামিয়ে রাখা যাবে না।

নীরব বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জনগণের দাবি। তাই অবাধ, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, এ সময় তিনি দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের ব্যাপারে। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারা একত্রিত হয়ে জনগণকে সাথে নিয়ে যুদ্ধ করতে প্রস্তুত এবং সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবেন।

অন্তর্বর্তী সরকারের কাছে তিনি শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে বসে যারা ভারতের দালালি করছে, শেখ হাসিনার দালালি করছে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে যারা অপকর্ম করবে তাদেরকে বিএনপি আশ্রয় প্রশ্রয় দেয় নাই, দিচ্ছেও না এবং ভবিষ্যতেও দেবে না। তাদের অবস্থান বিএনপিতে হবে না যারা অপকর্ম করছে। তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থাই নয়, আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। সে যত ত্যাগী নেতাই হোক না কেন অপকর্ম করলে তার ছাড় নাই।

অনুষ্ঠানে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৫ নং ইউনিট সমিতি বাজার ২৫ নং ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইন্ডফুলনেস থেরাপি দূরে করে হাজারো রোগ
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা
চলতি বছরে ডিএনসিসি এলাকায় পাঁচ লাখ গাছ লাগানো হবে, জানালেন প্রশাসক
গরমে পানিশূন্যতা দূর করে আখের রস, কিডনি সুস্থ রাখে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা