ভারতের মাঠ নিয়ে অসন্তোষ বাংলাদেশ কোচের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১৩:৪৫
অ- অ+

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচ খেলতে বৃহস্পতিবার ২০ মার্চ) ভারতের শিলংয়ে পৌঁছায় বাংলাদেশ। বড় ম্যাচকে সামনে রেখে শুক্রবার (২১ মার্চ) প্রথম অনুশীলন করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তবে প্রথম অনুশীলন শেষে মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ।

শিলংয়ের উত্তর-পূর্ব পাবর্ত্য বিশ্ববিদ্যালয়ের মাঠে আজ অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলন শেষে মাঠ নিয়ে বাংলাদেশ কোচ ক্যাবরেরা বলেন, 'অবশ্যই এটা আপ টু দ্য মার্ক নয়। এরপরও আমরা মানিয়ে নিতে হয়েছি। আজকের সেশনটা অনেকটাই পরিবেশের সঙ্গে মনিয়ে নেয়ার।'

তবে মাঠের বিষয়টি এটি কোচ বা খেলোয়াড়দের হাতে নেই। ফেডারেশন এই বিষয়ে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন কোচ, 'আমাদের ম্যানেজার এটা নিয়ে কাজ করছে। ফেডারেশন ও ম্যানেজারের দায়িত্ব এটি। তারা এটি দেখছে।'

ভারত ম্যাচকে সামনে রেখে এর আগে সৌদি আরবে দুই সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশ। তায়েফের মাঠ বাংলাদেশের খেলোয়াড়-কোচদের কাছে ছিল বিশ্বমানের। সেখান থেকে এসে ভারতে খেলতে সমস্যায় পড়তে হয়েছে দলকে। ২৫ মার্চ ভারতের শিলংয়ে জওহররাল স্টেডিয়ামের ম্যাচটি হবে। ঐ স্টেডিয়ামের মাঠ টার্ফের। টার্ফে খেলার খুব একটা অভ্যাস নেই বাংলাদেশের খেলোয়াড়দের। তাই এটিতে খেলোয়াড়দের খানিকটা সমস্যা হতে পারে বলে মনে করছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। তিনি বলেন, 'টার্ফ হলে একটু সমস্যা হতে পারে। খেলার আগে আমরা সেখানে (টার্ফে) প্র্যাকটিস করব।'

(ঢাকাটাইমস/২২ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা