মাছ ধরতে গিয়ে বিকল 'এম ভি মালেক শাহ'র ৮ জন জেলে জীবিত উদ্ধার 

চট্রগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১৭:৪৮
অ- অ+

চট্রগ্রামের বাঁশখালী থেকে মাছ ধরার উদ্দেশে গিয়ে বিকল হওয়া ফিশিং বোট 'এম ভি মালেক শাহ' থেকে ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ মার্চ 'এম ভি মালেক শাহ' নামক ফিশিং বোট চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মাছ ধরার উদ্দেশে সমুদ্রে গমন করে। ওই দিন রাত ৯টা থেকে ইঞ্জিনের শ্যাফট ও প্রোপেলার ভেঙে গিয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। গত ২১ মার্চ সন্ধ্যায় বোটটি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা বাংলাদেশ কোস্ট গার্ড এর শরণাপন্ন হয়।

ওই তথ্যের ভিত্তিতে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ জাহাজ বিসিজিএস তানভীর উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে শুক্রবার মধ্যরাত সাড়ে ১২টায় ৮ জন জেলেসহ বিকল হওয়া বোটটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত ৬ দিন ধরে ভাসমান জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। পাশাপাশি, ফিশিং বোট মালিকপক্ষের সাথে যোগাযোগ করে বোট সহ জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

(ঢাকা টাইমস/২২মার্চ/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা