রাজবাড়ীতে ফেনসিডিলসহ কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ২০:৪৩
অ- অ+

রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকায় ৬০ বোতল ফেনসিডিলসহ জসিম মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত জসিম মিয়া ফরিদপুরের মধুখালী উপজেলার ফাকু বিশ্বাসের ছেলে।

এদিন রাতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান সুমন এসব তথ্য জানান।

তিনি জানান, আজ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়লন্দঘাট থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেটকার নিয়ে মাদক বহনকালে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যমানের ৬০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত প্রাইভেটকারে করে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাটসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

(ঢাকা টাইমস/২৩মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
জুলাই আন্দোলনে শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা