ডিএসসিসির ১৪ স্থাপনা থেকে শেখ পরিবার ও আ.লীগ সংশ্লিষ্ট নাম বাদ

ঢাকা দক্ষিণ সিটি সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এলাকার সড়ক, ভবনসহ ১৪টি স্থাপনার নতুন নামকরণ করা হয়েছে।
মঙ্গলবার ডিএসসিসির এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্ক সমূহের নতুন নামকরণ করা হয়।
নতুন নামকরণে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি স্মরণি ইনার রিং রোড নামে, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি ঝাউচর প্রধান সড়ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক নামে, শহীদ শেখ রাসেল শিশু পার্ক কলাবাগান শিশু পার্ক নামে, শহীদ শেখ রাসেল শিশু পার্ক যাত্রাবাড়ী শিশু পার্ক নামে, মেয়র শেখ তাপস সেতু কামরাঙ্গীরচর ব্রিজ নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক সরাফতগঞ্জ পার্ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র হানিফ অডিটোরিয়াম নগরভবন অডিটোরিয়াম নামে, মেয়র হানিফ ফ্লাইওভার গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নামে, মেয়র হানিফ জামে মসজিদ আজিমপুর কবরস্থান জামে মসজিদ নামে, মেয়র হানিফ মসজিদ সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ নামে, বঙ্গবন্ধু এভিনিউ শহীদ আবরার ফাহাদ এভিনিউ নামে নামকরণ করা হয়।
বর্তমানে উল্লিখিত সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্ক সমূহ পরিবর্তিত নামে নামকরণসহ সকল কার্যক্রম পরিচালনা হবে।
(ঢাকাটাইমস/২৫মার্চ/এমআর)

মন্তব্য করুন