শিশুটির পরিবারের সন্ধান চায় মোহাম্মদপুর থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৫, ২৩:৩৬
অ- অ+

পথ হারিয়ে ফেলা একটি শিশুকে উদ্ধার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে আটটার দিকে তাকে আসাদগেট এলাকা থেকে উদ্ধার করা হয়। শিশুটির পরিবারের সন্ধান চেয়েছে থানা পুলিশ।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান ঢাকাটাইমস ঢাকাটাইমসকে বলেন, শিশুটির বয়স চার থেকে সাড়ে বছর হবে। তার বাড়ি বলছে মোহাম্মদপুর ভাঙা মসজিদ। তবে কীভাবে সে আসাদগেট এলাকায় গেল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শিশুটির বরাতে ওসি আরও বলেন, সে আসাদগেট এলাকায় কান্নাকাটি করছিল। কেউ তার সহায়তায় এগিয়ে আসেনি। এরমধ্যে কাউছার নামে একজন ব্যক্তি তাকে ঘটনাস্থলে থেকে উদ্ধার করে এবং পুলিশের কাছে হস্তান্তর করে। আমরা তাকে আমাদের হেফাজতে রেখেছি। এখন তার অভিভাবক খোঁজা হচ্ছে।'

(ঢাকাটাইমস/২৬মার্চ/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্সসহ চার স্থাপনার নাম পরিবর্তন করল ডিএনসিসি
রিজার্ভ ছাড়াল সাড়ে ২৭ বিলিয়ন ডলার 
ফেনীতে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ, মা-ছেলে গ্রেফতার
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা