সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলে তমালের নামে যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদের খোঁজ পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৫, ২০:৪৫
অ- অ+

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করায় প্রয়াত স্বাস্থ্য মন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, তমাল মনসুর বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ৬৭ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ২৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেন। এছাড়া তার নিজ নামে ও ব্যবসায়িক তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমৈ তিন কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক লেনদেনসহ বিদেশে অর্থপাচার করে মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আক্তার হোসেন বলেন, যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের জ্যামাইকায় তার ১২টি অ্যাপার্টমেন্ট ও চারটি পার্কিং স্পেস রয়েছে, যার আনুমানিক মূল্য বাংলাদেশি টাকায় ৩৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা। প্রতি ডলারে বাংলাদেশি মুদ্রায় ৭৭ টাকা করে হিসাব করা হয়েছে। আমেরিকার একই শহরে তমালের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা। এই হিসাবও ৭৭ টাকা ধরা হয়েছে প্রতি ডলারের বিপরীতে। অপরদিকে, তিনি আরেকটি ব্যবসায়িক স্পেস কিনেছেন ১০ কোটি ৬৫ লাখ টাকায়, যার মূল্য হিসাব করা হয়েছে ডলার প্রতি ৭৫ টাকা হারে।

এর পাশাপাশি তমাল মনসুরের বিরুদ্ধে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩টি ব্যাংক হিসাবে ৩ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীতে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ, মা-ছেলে গ্রেফতার
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা