সৌদি কর্তৃপক্ষের ঘোষণা মেনে জামালপুরে ১৩ গ্রামে ঈদ উদযাপন 

জামালপুর প্রতিনিধি
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৫, ১০:২৭
অ- অ+

সৌদি আরবে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে শনিবার, যা রমজান মাসের সমাপ্তি নির্দেশ করে। শনিবার সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে। আজ দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের এই ঘোষণা মেনে বাংলাদেশের অনেক এলাকায় আজ পবিত্র ঈদের নামাজ আদায় করা হচ্ছে। জামালপুরের সরিষাবাড়ীতে ১৩ গ্রামের মানুষ আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। ঈদের নামাজে পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেছেন। রবিবার সকালে পৌরসভার বলার দিয়ার মাস্টার বাড়ী জামে মসজিদ মাঠে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রবিবার সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বলার দিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন মাস্টার ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন। উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, ও বগারপাড় গ্রামের তিন শতাধিক মানুষ এ নামাজে অংশগ্রহণ করেন। নারীদের জামাতে নামাজ আদায় করার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।

এ ব্যাপারে বলার দিয়ার জামে মসজিদের ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার বলেন, “সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানের রোজা শুরু হয়। তাই তাদের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ ও ঈদ আনন্দ উদযাপন করে থাকি আমরা। মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। মধ্যপ্রাচ্যের চন্দ্র উদয়ের পুরো একদিন পর বাংলাদেশে ঈদ পালন করা হয়। তাই আমার একদিন আগে রোজা শুরু করি এবং একদিন আগে ঈদ উদযাপন করে থাকি।”

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে এ উপজেলায় একদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকালেও সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে এ উপজেলায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।”

(ঢাকাটাইমস/৩০মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা