কাতারে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও এক যুগপূর্তি উৎসব

আবুল কালাম ফয়সাল, কাতার প্রতিনিধি
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৫, ১২:২৬| আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৫:৩৩
অ- অ+

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের প্রতিষ্ঠার এক যুগপূর্তি এবং ঈদ আনন্দ আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহারে সুলতান ডাইন রেস্টুরেন্টে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও এক যুগপূর্তি অনুষ্ঠানে একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে ঈদ আনন্দ আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য ও নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসমাইল মুনচুর। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক পরিষদ সদস্য বদরুল হায়দার চৌধুরী।

ঈদ আনন্দ আড্ডায় আলোচনায় নিজ নিজ জেলার আঞ্চলিক ভাষায় প্রবাসীদের ঈদের অনুভূতি প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।

এতে অংশ নেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন, সহসভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া, নাসির উদ্দীন তালুকদার, আব্দুর রাজ্জাক, খোকন গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমাদ আইকন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোমান ইউসুফ, হোসেন আহমেদ, জি আর চৌধুরী এনাম, রুমানা শারমিন রুম্পা, দপ্তর ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ হাবিব শিশির, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু হানিফ, ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান, পাঠাগার সম্পাদক ইমাম হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নাঈম শেখ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম ফয়সাল, উপ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা নীলা ইসলাম, উপ কৃষি-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সজীব মিয়া, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওসমান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ বকুল, মোহাম্মদ রবিউল আলম, বাবুল হোসেন বেলায়েত, রানা চৌধুরী, হালিমা সুলতানা, মোহাম্মদ সোহাগ জোয়ার্দার প্রমুখ।

নাত পরিবেশন করেন মোহাম্মদ আরমান ইসলামী ও সংগীত পরিবেশন করেন কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম বুলবুল।

শেষে নৈশভোজ এবং বাঙালির ঐতিহ্যবাহী মিষ্টি-সেমাই সম্মিলিত ভোজনোৎসবের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা