যাত্রাবাড়ীতে গণহত্যা মামলায় এসি তানজিল-ওসি আবুল হাসান ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৫, ১৬:২১
অ- অ+

জুলাই-আগস্টের গণহত্যা মামলায় ঢাকার ওয়ারী জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রবিবার প্রিজনভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল এ আদেশ দেন।

জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ও দলীয় ক্যাডার হত্যা, গণহত্যা ও নির্বিচারে গুলি করে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে।

এ অপরাধে জড়িতদের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্সসহ চার স্থাপনার নাম পরিবর্তন করল ডিএনসিসি
রিজার্ভ ছাড়াল সাড়ে ২৭ বিলিয়ন ডলার 
ফেনীতে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ, মা-ছেলে গ্রেফতার
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা