শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী বহিষ্কার, ১২ শিক্ষককে দায়িত্বে অব্যাহতি

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৫, ২০:৫০
অ- অ+

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১১ শিক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে গাফিলতির কারণে কেন্দ্রসচিবসহ ১২ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শ্যামনগরের কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

সহকারী কমিশনার জানান, পরীক্ষাকেন্দ্রে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মোবাইল ফোন ব্লুটুথ হেডফোনের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে অসদুপায় অবলম্বন এবং কিছু শিক্ষার্থীকে হাতে-নাতে নকলসহ ধরা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শক কেন্দ্রসচিবের গাফিলতি স্পষ্ট হওয়ায় তাদের পরবর্তী পরীক্ষাগুলোর দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়।

জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে নয়জন ছেলে দুজন মেয়ে। কেন্দ্র সূত্রে আরও জানা যায়, গণিত বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ওই কেন্দ্রে ৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শিক্ষা ব্যবস্থার সুষ্ঠুতা বজায় রাখতে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা