ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক চলছে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক চলছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়।
ঐকমত্যে কমিশনের সদস্যরা সকাল ১০টা ১৬ মিনিটের দিকে এলডি হলে ঢোকেন। সেখানে ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
১০টা ২১ মিনিটের দিকে ঢোকেন এনসিপি নেতারা। দলটির ৮ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা।
১০টা ৩৪ মিনিটের দিকে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠক সঞ্চালনা করেন। শুরুতেই ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি সহানুভূতি জানিয়ে আহতদের আরোগ্য কামনা করা হয়।
(ঢাকাটাইমস/০১এপ্রিল/এফএ)

মন্তব্য করুন