ঢাকা টাইমস টকশো ‘মিঠেকড়া’ রাত ১০টায়, আজকের বিষয়: ‘নির্বাচনের নাটাই কার হাতে?’
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৫, ১৪:০০

ঢাকা টাইমস টকশো ‘মিঠেকড়া’ আজ শনিবার রাত ১০টায় ঢাকা টাইমসের অফিসিয়াল ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
আজকের টকশোর বিষয়: ‘নির্বাচনের নাটাই কার হাতে?’। এতে আলোচক থাকবেন নিলোফার চৌধুরী মনি. সাবেক সংসদ সদস্য, বিএনপি এবং ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সাবেক উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন