হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল ও সদস্যসচিব সিতুর পদ স্থগিত

জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিকে বিএনপির রাজনীতিতে প্রতিষ্ঠিত করার অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও সদস্য সচিব সফিকুর রহমান সিতুর পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তাদের পদ স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ এর গণঅভ্যুত্থান আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হওয়া এবং ইফতার করার সময় তোলা ছবি ফেসবুকে প্রচার করে তাকে দলীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার ঘৃণ্য অপচেষ্টায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও সদস্য সচিব সফিকুর রহমান সিতুর পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে গত ১৯ মার্চ একই অভিযোগে বিএনপির এই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে বলা হয়েছিল, গত ১৪ মার্চ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও সদস্য সচিব সফিকুর রহমান সিতু গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে ফ্যাসিস্ট হাসিনার দোসর ও হবিগঞ্জের আওয়ামী সন্ত্রাসী আবু জাহিরের অন্যতম সহযোগী জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের আন্দোলনে হামলার মামলার আসামি আহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার করার সময়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যক্রম পরিচালনা করছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
এমতাবস্থায় সংগঠনবিরোধী এহেন কর্মকাণ্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৩ দিনের মধ্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিত কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএম/এমআর)

মন্তব্য করুন