সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে তাড়াশে অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া খাতুন উপজেলার নওগাঁ ইউনিয়নের বাশনিয়াবহু গ্রামের ফিরোজ হোসেনের বড় মেয়ে।
স্থানীয়রা জানান, শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।
তিনি জানান, ‘দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তার আগেই অটোরিকশা রেখে চালক পালিয়ে যায়। নিহতের পরিবার থেকে লিখিত দিয়েছে, এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ নেই। সে কারণে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এজে)

মন্তব্য করুন