শ্রীপুরে পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৫, ১৪:৪৮| আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৪:৫৫
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের গভীর বন থেকে একটি এবং অপর মরদেহটি শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সন্তোষ সরকারের ছেলে মৃদুল সরকার (৩২) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পুকুরিয়া বেপারিপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে মনির হোসেন (২২)। রিপন শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃদুল সরকারকে বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বনের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

প্রতিবেশীরা জানান, মৃদুল সরকার সিঙ্গাপুর প্রবাসী। দ্বিতীয় মেয়াদে সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন। তিনি সিঙ্গাপুর যেতে পাঁচ-ছয় লাখ টাকা লোন করেছিলেন। কিছু দিন ধরে সংসারের অসচ্ছলতা ও ঋণের চাপে দ্বিধাদ্বন্দ্বে মানসিকভাবে চিন্তিত ছিলেন। ঋণের চাপ সইতে না পেরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।

এদিকে বুধবার রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের জজ মিয়ার বাড়ি থেকে মনির হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, লাশ দুটি থানায় এনে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৪এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা