অতিরিক্ত আইজিপি কামরুল আহসানকে অবসর দিয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৫৩
অ- অ+

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসানকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসানের (গ্রেড-১) বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। যা ১৯ জানুয়ারি থেকে মঞ্জুর হয়েছে। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

এদিকে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেড-১ পদে পদোন্নতি পান কামরুল আহসান। এর আগে ২০২২ সালের ৩১ আগস্ট অতিরিক্ত আইজিপির (প্রশাসন) দায়িত্ব পান। তার আগে তিনি অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান ছিলেন। কামরুল আহসান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন। পরে দীর্ঘ তিন বছরের বেশি সময় সিলেট রেঞ্জের ডিআইজি ছিলেন। তিনি দুইবার পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (সেবা) পান।

পুলিশের সাবেক এই কর্মকর্তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর গ্রামে। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে (এমবিএ) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডোনাল্ড ট্রাম্পের ১০০ দিন: যুক্তরাষ্ট্রের পাশাপাশি গোটা বিশ্ব পরিচালনার দাবি
গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা