সাতক্ষীরায় কন্যাশিশুকে গলাকেটে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দুই বছর বয়সী কন্যাশিশু খাদিজা খাতুনকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার মা আছমা খাতুনের (৩০) বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে উপজেলার বাটরা গ্রামে নিহত শিশুর নানাবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা খাতুন কুশোডাঙ্গা গ্রামের তহিদুর রহমান ও আছমা খাতুন দম্পতির মেয়ে। অভিযুক্ত আছমা খাতুন বাটরা মিলপাড়া এলাকার আব্দুল মাজেদের মেয়ে।
নিহতের নানা আব্দুল মাজেদ জানান, প্রায় ১০ বছর আগে আছমার বিয়ে হয় কুশোডাঙ্গা গ্রামের তহিদুর রহমানের সঙ্গে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত এক বছর ধরে আছমা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। এ কারণে তার স্বামী সন্তানসহ তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে আছমা রান্নাঘরের বটি দিয়ে নিজের দুই বছর বয়সী মেয়ে খাদিজার গলাকেটে দেয়। এরপর আসমা তার পাঁচ বছর বয়সী ছেলেকেও হত্যার চেষ্টা করলে, পাশের বাড়ি থেকে ছুটে আসা তার মা আলেয়া খাতুন তাকে নিবৃত করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আছমা খাতুনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
(ঢাকা টাইমস/২৫এপ্রিল/এসএ)

মন্তব্য করুন