মাদারীপুরে আগুনে পুড়ে ১২ দোকান ছাই, কোটি টাকার ক্ষতি

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:১৬| আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:১৭
অ- অ+

মাদারীপুরের রাজৈরে আগুনে পুড়ে ১২টি দোকান ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

শনিবার রাত ২টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের কাঠেরপুল এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে টেকেরহাট বন্দরের মকবুল মিনার খাবার হোটেল থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুনে পুড়ে যায় অন্তত ১২টি দোকান। এরমধ্যে ডেকোরেটরের দোকান, কাপড় ও ফার্মেসির দোকানও রয়েছে।

ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে কোটি টাকার বেশি। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানি কবির শেখ বলেন, ‘গভীর রাতে হঠাৎ আগুন লাগার খবর পাই। কিন্তু আসতে আসতেই সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার মুদি মালের দোকান ছিল। দুটি ফ্রিজসহ সকল মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ববি বিজনেস ক্লাবের সভাপতি মিরাজ, সম্পাদক মিম
ফ্যাসিস্ট হাসিনার পতনে নরেন্দ্র মোদি কষ্টে আছে: ড. আবদুল কাদের
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সব ধরনের চেষ্টা চলছে: মোশাররফ
অ্যাডিলেইড টেস্ট: স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮০ রানে অলআউট ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা