বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু: পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৯| আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৮
অ- অ+

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন।

তিনি বলেন, পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মণ, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া, শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার উদয়খালী এলাকায় পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, গাজীপুর মহানগরের বোর্ড বাজারে আইইউটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির দোতলা বাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশে যাওয়ার সময় বাসগুলো উদয়খালী বাজারে পৌঁছালে বিআরটিসির একটি বাস রাস্তার পাশে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। বাসটিতে ৬০-৭০ জন ছিলেন। তাদের মধ্যে কয়েকজন বিদ্যুৎপৃষ্ট হন।

এ ঘটনায় ঘটনাস্থলেই মোজাম্মেল হোসেন নাঈম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে মুবতাসিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিব নামে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা