নাটোরে আদালতের মালখানার গ্রিল ভেঙে টাকা-স্বর্ণালঙ্কার চুরি, আটক ৪

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৫, ১৭:০০| আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৭:৫১
অ- অ+

নাটোরে আদালত পুলিশের মালখানা কর্মকর্তার রুমের জানালার গ্রিল ভেঙে নগদ প্রায় ৩৭ লাখ টাকা এবং স্বর্ণ-রুপার অলঙ্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে চুরির ঘটনাটি ঘটলেও শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তা জানাজানি হয়।

পুলিশের তথ্যমতে, এটি কোনো সংঘবদ্ধ চোরচক্রের কাজ। তারা মালখানার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে আটককৃতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

শুক্রবার সকালে পুলিশ সদস্যরা আদালতের অফিসে প্রবেশ করে মালখানার তালা ভাঙা দেখতে পান এবং সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ চুরির ঘটনা। চোররা প্রথমে জানালার গ্রিল কেটে অফিসে প্রবেশ করে, এরপর স্টোর রুমের তালা ভেঙে চুরি করে পালিয়ে যায়। তবে তারা আগে থেকেই আদালতের আশপাশের সিসিটিভি ক্যামেরা ও ভিডিও রেকর্ডারের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ইতোমধ্যে পুলিশের একাধিক টিম তদন্তে নেমেছে।

(ঢাকা টাইমস/১১এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুজন নতুন ডিএমডি
৫ আগস্ট গভীর রাত পর্যন্ত সংসদ ভবনে লুকিয়ে ছিলেন শিরীন, পলকসহ ১২ জন
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার আসামি গ্রেপ্তারে ডিএমপির পূর্বানুমতি সংক্রান্ত সার্কুলার স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা