পুলিশ পিটিয়ে ছিনিয়ে নেয়া ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২৫, ২০:২০
অ- অ+

পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় থানা পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া ছাত্রদল নেতা কবির জমাদ্দারকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

সোমবার দিনগত রাতে বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

গ্রেপ্তারকৃত কবির জমাদ্দার (২৮) পিরোজপুর জেলার লক্ষ্মীপুরা গ্রামের মালেক জমাদ্দারের ছেলে ও পিরোজপুর জেলা ছাত্রদলের সদস্য।

র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বলেন, গত ২৩ মে সকালে ভান্ডারিয়ার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মোদিরাবাদ গ্রামে এক নারীর ঘরবাড়ি ভাঙচুর করে ২০-২৫ জন। সেই ঘটনায় কবিরসহ দুজনকে আটক করেছিল পুলিশ। তখন ১০-১৫টি মোটরসাইকেল নিয়ে একদল ব্যক্তি পুলিশের উপর হামলা চালিয়ে কবিরকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহত এক পুলিশ সদস্য ভান্ডারিয়া থানায় মামলা করে। সেই মামলায় কবিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

(ঢাকা টাইমস/২৭মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড পোর্টফোলিও ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা