কুমিল্লা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু 

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৫, ১৮:২৮
অ- অ+

কুমিল্লা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আব্দুল্লাহেল আল-আমিন।

ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম মো. ইমাম হোসেন বাচ্চু। তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

জেলার আব্দুল্লাহেল আল-আমিন বলেন, ‘সকাল ৯টার দিকে ওই আসামি অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে আমরা তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করবো।’

কুমিল্লা জেলার জেল সুপার হালিমা খাতুন জানান, বাচ্চুর বিরুদ্ধে দুটি মামলা ছিল। হত্যা ও হত্যা চেষ্টার মামলায় কোতোয়ালি মডেল থানার পুলিশ বাচ্চুকে গ্রেপ্তার করে। গত ৩০ মার্চ তাকে কারাগারে প্রেরণ করে আদালত।

(ঢাকা টাইমস/৩১মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দেশটির সর্বোচ্চ নেতা খামেনি কোথায় আছে জানে যুক্তরাষ্ট্র, আপাতত হত্যা নয়: ট্রাম্প
ইরান-ইসরায়েল সংঘাত, প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা