মুন্সীগঞ্জে বিসিকের ৩ প্রকল্প পরিদর্শনে শিল্প উপদেষ্টা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ১৯:৪০| আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৯:৪১
অ- অ+

মুন্সীগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) তিনটি চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার জেলার সিরাজদিখান উপজেলায় বাস্তবায়নাধীন এসব প্রকল্প পরিদর্শন করেন উপদেষ্টা। তিনি প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা দেন।

শিল্প উপদেষ্টা বলেছেন, ‘শিল্প খাতের উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিসিকের এ প্রকল্প তিনটি বাস্তবায়ন হলে পুরান ঢাকায় অবস্থিত কেমিক্যাল গোডাউনগুলো স্থায়ীভাবে নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা যাবে। প্লাস্টিক কারখানা এবং আরামবাগসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত মুদ্রণ শিল্প পরিবেশবান্ধব নিরাপদ স্থানে স্থানান্তর করা সম্ভব হবে। ফলে, এই তিন শিল্প খাতে কর্মপরিবেশ উন্নত হবে, জিডিপি বৃদ্ধিসহ দেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।’

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিসিকের পরিচালক, বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালকবৃন্দ, প্রকল্পের প্রকৌশলীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এছাড়া, সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এবং বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহাম্মদ খান স্থানীয় শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন সুবিধা এবং সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই সফরটি কেমিক্যাল, প্লাস্টিক এবং মুদ্রণ খাতের উদ্যোক্তাদের ভবিষ্যত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে প্রত্যাশা ব্যক্ত করেন।

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে বাংলাদেশে যাত্রী পরিষেবা বাড়াচ্ছে সৌদিয়া
ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর বাবাকে নিয়ে জাকের আলীর আবেগঘন বার্তা
পালিয়ে যাওয়া ৭০০ বন্দি এখনো পলাতক: কারা মহাপরিদর্শক
সাবেক মন্ত্রী আমু ও কামরুল এবার গণহত্যার মামলায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা