ঈদের আগে রিজার্ভ ২৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৫, ১৮:৫৬| আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৮:৫৯
অ- অ+

রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে চলতি মার্চ মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। ফলে মার্চ মাস শেষ হওয়ার আগেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্য অনুসারে, দেশের মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

তবে ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) এর অধীনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নেট রিজার্ভ বর্তমানে ২০ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

কেন্দ্রেীয় ব্যাংকের তথ্য অনুসারে, মার্চের প্রথম ২৬ দিনে প্রতিদিন গড়ে ১১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ২৩০ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৩৮১ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ১৫৩ টাকা।

ইতোপূর্বে এতো রেমিট্যান্স প্রবাহ আর কোনো মাসে দেখা যায়নি। সে হিসাবে চলতি মাসে প্রবাসী তিন বিলিয়নের রেকর্ড ছাড়াতে পারে।

জুলাই বিপ্লবের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেড়ে যায় রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ২ হাজার ১৪৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। যা টাকার অঙ্কে প্রায় ২ লাখ ৬১ হাজার ৫০৭ কোটি টাকা। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৮ দশমিক ৪ শতাংশ বেশি।

২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৬৬৯ লাখ ২০ হাজার ডলার। যা টাকার অঙ্কে ছিল প্রায় ২ লাখ ৩ হাজার ৬৪২ কোটি টাকা।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিভেদ ঘুচাতে মানুষের মাঝে প্রেম সৃষ্টির আহ্বান মির্জা ফখরুলের
মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে ইনিংস ব্যবধানে হার জিম্বাবুয়ের, ১-১ সমতা
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা