সাবেক আইজিপি ময়নুলের রাষ্ট্রদূত হওয়ার স্বপ্ন ফিকে হলো কেন!

সিরাজুম সালেকীন, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৫, ২১:০৯| আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৪:৩৭
অ- অ+

দেশের ও বাহিনীর এক ক্রান্তিকালে পুলিশপ্রধানের দায়িত্ব পেয়েছিলেন ময়নুল ইসলাম। মাত্র সাড়ে তিন মাস পর আইজিপি পদ থেকে তাকে সরিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ময়নুল ইসলামেরই পছন্দে রাষ্ট্রদূত করে তার চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

গুঞ্জন ছিল সাবেক এই পুলিশপ্রধানকে মালয়েশিয়া, সুইজারল্যান্ড কিংবা ফ্রান্সে রাষ্ট্রদূত করা হতে পারে। এরপর সাড়ে চার মাস কেটে গেছে, তাকে কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হয়নি। এদিকে চলতি মাসেই ময়নুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। আর কয়েক দিন পর শুরু হবে তার অবসর প্রস্তুতিকালীন ছুটি (এলপিআর)। তাহলে কি ময়নুল ইসলামের কোনো দেশে রাষ্ট্রদূত হওয়ার স্বপ্ন ফিকে হয়ে গেল? তার কারণই বা কী?

বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা ময়নুল ইসলামকে গত বছরের ৭ আগস্ট পুলিশের মহাপরিদর্শক (আইজপি) করা হয়। এর আগে তিনি ট্রাফিক ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট ছিলেন।

সাবেক এই পুলিশপ্রধানের বাড়ি পঞ্চগড় সদর উপজেলায়। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে যে ১৪ জন পুলিশ কর্মকর্তা ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন, ময়নুল ইসলাম তাদের একজন। এর আগে ২০১৮ সালে ডিআইজি হন তিনি। কর্মজীবনে ময়নুল ইসলাম পুলিশের এলিট ফোর্স র‌্যাবের পরিচালক হিসেবেও কাজ করেন।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে বিপর‌্যস্ত পুলিশ বাহিনীর প্রধানের (৩০তম) মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান ময়নুল ইসলাম। গত বছরের আগস্ট থেকে ২০ নভেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন তিনি। এরপর তার স্থলাভিষিক্ত হন সাবেক পুলিশ কর্মকর্তা বাহারুল আলম ২৬ নভেম্বর ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত করা হলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার ময়নুল ইসলামকে কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করেনি।

পুলিশপ্রধানের পদ থেকে তাকে সরিয়ে আনার সময় তার সামনে দুটি পছন্দ ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কোনো মন্ত্রণালয়ের সচিব অথবা কোনো দেশের রাষ্ট্রদূত। তখন এলজিআরডির সচিব হওয়ার সুযোগ ছিল তার। ময়নুল ইসলাম বেছে নেন রাষ্ট্রদূত পদ। কিন্তু তার কোনো দেশে রাষ্ট্রদূত হওয়ার স্বপ্ন একেবারে ফিকে হয়ে গেছে।

জানা গেছে, চলতি এপ্রিল মাসের ৯ তারিখে শেষ হচ্ছে এই পুলিশ কর্মকর্তার চাকরির মেয়াদ। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাত্র দিন কয়েক চাকরির মেয়াদ থাকা ময়নুল ইসলামকে হয়তো আর কোনো দেশে পদায়ন করার সম্ভাবনা নেই। তার চাকরির মেয়াদ বাড়িয়ে চুক্তিভিত্তিক কোনো দেশে রাষ্ট্রদূত করার কোনো গুঞ্জনও জানা নেই কারও।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার পরও পদায়ন না হওয়ার ঘটনা ময়নুল ইসলাম প্রথম নন। এর আগেও অনেক কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করে তাদের চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলেও তাদের কোনো দেশে পদায়ন করা হয়নি।

একাধিক সূত্র ঢাকাটাইমসকে জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে স্বাভাবিক প্রক্রিয়ায় পদোন্নতি পেয়েছেন ময়নুল ইসলাম। ওই আমলেই তিনি অতিরিক্ত আইজিপি হন। সরকারের আস্থাভাজন পুলিশ কর্মকর্তাদের তালিকা করে সেসময় পদোন্নতি দেওয়া হতো, আওয়ামী লীগ ঘরানার পুলিশ কর্মকর্তা ছাড়া অন্য কারও স্বাভাবিকভাবে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হওয়ার নজির নেই বললেই চলে। এমনটাই প্রচলিত ছিল তখন। সেই সুবিধা পেয়েছেন ময়নুল ইসলাম। তবে নিয়মিত পদোন্নতি পেলেও তাকে পদায়ন করা হয় পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে।

আওয়ামী লীগ সরকার পতনের এক দিন পর তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে ট্রাফিক ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্টের দায়িত্বে থাকা ময়নুল ইসলামকে নিয়োগ করা হয় পুলিশপ্রধানের পদে।

সাবেক আইজিপি ময়নুল ইসলামের রাষ্ট্রদূত হিসেবে পদায়ন না হওয়ার বিষয়ে সরকারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক একজন রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

তিনি বলেন, 'কাকে কোন দেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হবে সেটা সম্পূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে থাকে। তার (ময়নুল) ক্ষেত্রেও ব্যতিক্রম না। তবে কেন তাকে কোনো দেশে পাঠানো হচ্ছে না, সেটা মন্ত্রণালয় বলতে পারবে। অতীতে এমন অনেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত থেকে চাকরিজীবন শেষ করেছেন।'

সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, ‘কাউকে কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর জন্য মনোনয়নের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট দেশের দূতাবাসে পদ খালির পাশাপাশি তার যোগ্যতা ও মতাদর্শ দেখা হয়। হয়তো তিনি (ময়নুল) গোপন প্রতিবেদনে আটকে আছেন। তার সম্পর্কে সরকারের ধারণা হয়তো ইতিবাচক নয়।'

(ঢাকাটাইমস/৪এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাবতলি টার্মিনালে আন্তঃজেলা বাস যাতায়াতে আলাদা রাস্তা নির্মাণ করবে ডিএনসিসি
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
শ্রীপুরে ইজারাদার সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা-দেশীয় অস্ত্রের মহড়া, আহত ২০
সৃষ্টিশীলতার মহড়া দিল মুক্তিসরণি সাহিত্য সংঘ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা